top of page

আমাদের কথা

নিকোলা টেসলার মতে, যদি বিশ্বব্রহ্মাণ্ডের নিগূঢ়তা কে বুঝতেই হয় তবে তা বুঝতে হবে শক্তি, কম্পন ও কম্পাঙ্কের ভিত্তিতে। মহান বিজ্ঞানীর এই কথাগুলি ধার করলে বলতে হয়, এই ব্রহ্মাণ্ডের মূলে রয়েছে শক্তি ও কম্পন। আর তাই সেই ব্রহ্মাণ্ডের স্বরূপের খোঁজে; সৃষ্টির সন্ধানে, আমরা  বারে বারে শরণাপন্ন হই এই মূল তত্ত্ব দুটির । কখনো সেই স্বরূপ ধরা পড়ে Large Hadron Collider এ নৃত্যরত পরমাণু কণার মিলনে সৃষ্ট স্ফুলিঙ্গের মাধ্যমে আবার কখনো সেই স্বরূপ আমরা খুঁজে পাই পণ্ডিত রবিশঙ্করজীর সেতারের ঝংকারের মধ্যে দিয়ে।

সৃষ্টির মাধুর্যতার জন্য সৃষ্টিকর্তা প্রথমে দিলেন স্বর এবং পরে তার বিস্তারের জন্য দিলেন লিপি। আর তাই তাঁর সেই মূল ভাবনা কে সম্মান জানিয়ে, সৃষ্টির কৃষ্টি সাধনার প্রচেষ্টায়  আমাদের তরফ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। মহর্ষিরা বলে গেছেন 'अम्बितमे नदीतमे देवितमे सरस्वति', জ্ঞান সর্বদা প্রবাহমান বলেই হয়তো এই কথা।  আর তাই, সেই জ্ঞান-সলিলারূপী  বাগদেবীর চরণবন্দনা করেই আমাদের এই পথ চলা শুরু হতে চলেছে।

এই প্রয়াস সেই সুপ্ত অনুভবগুলোকে আবার প্রকাশ করার করার চেষ্টা, যা হয়তো আমাদের কাজ, পড়াশোনা অথবা দৈনন্দিনের শশব্যস্ততার মাঝে হারিয়ে গেছে।  এই প্রয়াস  নিজেদের মনের মনিকোঠায় ধুলোমাখা সেই নোটবইয়ের পাতা গুলি ওল্টানো, যা  প্রথম প্রেমের পরশে আনকোরা কবিতা থেকে  শুরু করে হৃদয়ের  বিরহের সুরগুলিকেকেও বেঁধে রেখেছে, যেখানে "চাঁদের পাহাড়" অথবা "পান্ডব গোয়েন্দা" পড়ে মাথায় আসা কত সহস্র প্লটের প্রথমকটা লাইন আঁকা। মনের মনিকোঠার সেই নোটবই শুধু চায় আমরা তার অস্তিত্বকে আবার স্বীকার করি। 

নিত্যনৈমিত্তিক পড়াশোনা, আলোচনা, তর্ক-বিতর্কের মাঝে আমাদের অনুভূতিগুলো ততদিন উপেক্ষিত থেকে যায় যতদিন না সেই ভাবনার অনুরণন অন্য কারো লেখনীতে রূপ পেতে দেখি। এই পত্রিকার মাধ্যমে আমাদের শুধু এতটুকু প্রচেষ্টা, যাতে আমাদের মধ্যে থাকা সেইসব বিস্মৃত, প্রচ্ছন্ন, উপেক্ষিত শিল্পীসত্তাগুলিকে তার যথার্থ সম্মান দেওয়া যায় ।   

আর তাই সেই শিল্পীসত্তার প্রকাশ স্বরূপ বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও আরো অনেকের  স্বতঃস্ফূর্ত প্রয়াসগুলিকে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।  আমরা চাইবো এই পত্রিকার বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে দিয়ে যাওয়ার  প্রতিটা মুহূর্তে আমাদের সেই  চেনা মানুষগুলির এই অচেনা দিকগুলি  আপনাদের সামনে উন্মুক্ত হোক।

পরিশেষে, আমাদের এই উপক্রম  যদি  আমাদের পাঠকদের মনে একটা স্থান করে নিতে পারে, এই সংকলন  যদি তাদের শিল্পীসত্তার অনুঘটক রূপে কাজ করতে পারে, তবে তাই হবে  আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। 

যতজন দর্শক দেখেছেন

© ২০২৫ - Copyright to স্বর ও লিপি 

                    Swar O Lipi : Bengali Magazine; 

                    Designed by সম্বিত

  • Instagram
  • Facebook
  • Youtube
logo-removebg-preview (1).png
bottom of page