top of page

সরস্বতী পুজোর শুভ লগ্নে চতুর্থ প্রকাশ,
৯ ই  মাঘ,  ১৪৩২;
২৩ শে  জানুয়ারি,  ২০২৬

||মুখবন্ধ||

 

বাঙালির বারো মাসে তেরো পার্বণ কেবল পঞ্জিকার পাতা মেনে আসে না, আসে হৃদয়ের টানে। আমাদের কাছে পূজা মানেই এক মহামিলন—যেখানে আধ্যাত্মিকতার চেয়েও বড় হয়ে ওঠে আত্মীয়তা। আইআইটি বোম্বের এই প্রাঙ্গণে সরস্বতী পূজা আজ আর কেবল ধর্মীয় আচারের মধ্যে আবদ্ধ নেই; এটি একটি আবেগ, একটি ঐতিহ্য যা প্রাদেশিকতার সীমানা পেরিয়ে আমাদের সকলকে এক সুতোয় গেঁথেছে।

এই উৎসবের মধ্যেই যেন আমরা খুঁজে পাই লোকসংস্কৃতির প্রকৃত অর্থ —যা শুধু আচার নয়, বরং সাধারণ মানুষের জীবনবোধ, তাদের গান, নাচ, কথা, বিশ্বাস ও প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলা এক বিশাল জ্ঞানভাণ্ডার। এই উত্তরাধিকার, যাকে আজ আমরা Indigenous Knowledge Traditions বলে চিনি, তা আমাদের শিকড়ের সঙ্গে আমাদের নীরব অথচ গভীর সংযোগ তৈরি করে।

যদিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু এই ক্যাম্পাসের পরিবেশে সরস্বতী পূজা আমাদের কাছে এক অনন্য ঘরোয়া উৎসবের অনুভূতি। এখানে ভারতের নানা প্রান্তের মানুষ এক ছাদের নিচে মিলিত হন। ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি আর বাসন্তী রঙের ছোঁয়ায় মুখরিত সকালগুলোতে যখন ছোটদের হাতেখড়ি হয়, তখন মনে হয় আমরা কেবল একটি দেবীর উপাসনা করছি না, বরং আগামীর নতুন এক শুরুর শপথ নিচ্ছি। পুষ্পাঞ্জলির সেই পবিত্র মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, জ্ঞান মানে কেবল তথ্যের স্তূপ নয়, জ্ঞান হলো সৃজনশীলতা আর একতার শক্তি।

মুম্বাইয়ের এই ব্যস্ত যান্ত্রিক জীবনের মাঝে আমাদের শিকড়কে খুঁজে পাওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা এই উৎসব। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি যেন তাদের পূর্বপুরুষদের শৈশবের এক টুকরো নস্টালজিয়া। তারা হয়তো কলকাতার অলিগলির পূজা দেখেনি, কিন্তু এই ক্যাম্পাসের প্যান্ডালে বসে যখন তারা ভোগের স্বাদ নেয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে, তখন তাদের হৃদয়েও আমাদের সংস্কৃতির বীজটি রোপিত হয়ে যায়।

এই উৎসবের নির্যাসকে ধরে রাখতেই আমাদের সাহিত্য পত্রিকা ‘স্বর ও লিপি’-র চতুর্থ সংস্করণের আত্মপ্রকাশ। এটি কেবল কিছু রচনার সংকলন নয়, বরং আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের সম্মিলিত মেধা ও মননের এক আয়না। এখানে গল্প, কবিতা আর শিল্পের আল্পনায় ধরা আছে আমাদের যূথবদ্ধ জীবনের প্রতিচ্ছবি।

পরিশেষে, এই উৎসব এবং এই পত্রিকা—কোনোটিই সম্ভব হতো না যদি না পূজা কমিটি এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম থাকত। আমি সকল অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

পূজা শেষ হবে, ঢাকের শব্দও মিলিয়ে যাবে। কিন্তু ‘স্বর ও লিপি’-র পাতায় আমাদের এই আনন্দের স্মৃতিগুলো চিরস্থায়ী হয়ে থাকবে।

                                                                                                                                                                 শুভেচ্ছান্তে,

                                                                                                                                   অধ্যাপক সৌভিক ব্যানার্জি

                                                                                                                                                                    প্রেসিডেন্ট,

                                                                                                            সরস্বতী পূজা কমিটি, আইআইটি বোম্বে

সম্পাদকীয়

সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে, আর সেই প্রবাহের পথ ধরেই ‘স্বর ও লিপি’ আজ চতুর্থ বর্ষে পদার্পণ করল। প্রতিটি নতুন বছর আমাদের জন্য নিয়ে আসে একগুচ্ছ নতুন ভাবনা, অনুভূতির বিচিত্র রঙ এবং সৃষ্টির অমলিন আনন্দ। বিগত বছরগুলোর সাফল্য ও আপনাদের অফুরন্ত ভালোবাসাকে পাথেয় করে আমাদের এই সাহিত্য-যাত্রা এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।

সাহিত্যের জগৎ হলো এক অবারিত আকাশ, যেখানে প্রতিটি কলম তার নিজস্ব ভঙ্গিতে গল্পের ছবি আঁকে। এবারের সংখ্যাটি আমরা সাজিয়েছি জীবনের সেই গূঢ় উপলব্ধি এবং মননশীলতার নির্যাস দিয়ে। সাদা পাতায় অক্ষরের বুননে ধরা পড়েছে মানবিক সম্পর্কের টানাপোড়েন, স্মৃতির সরণি বেয়ে আসা এক টুকরো বিষণ্ণতা, কিংবা আগামীর পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। কবিতা, গল্প এবং প্রবন্ধের পরতে পরতে আপনারা খুঁজে পাবেন এমন কিছু স্বর, যা হয়তো আপনার হৃদয়ের নিভৃত কোণে আগে থেকেই গুঞ্জরিত হচ্ছিল।

এবারের সংস্করণের একটি বিশেষ ও অনন্য দিক হলো ভাষাগত বৈচিত্র্যের মেলবন্ধন। প্রথমবারের মতো আমরা বাংলা ছাড়াও অন্যান্য ভাষার কিছু অসাধারণ রচনা গ্রহণ করেছি এবং ‘নানা ভাষা, নানা মত’ শিরোনামে পাঠকদের জন্য সেগুলোর সযত্ন বঙ্গানুবাদ পরিবেশন করেছি। অনুবাদ সাহিত্যের এই নতুন পরীক্ষা-নিরীক্ষা আমাদের এই সংখ্যাটিকে এক বিশেষ মাত্রা দান করেছে, যা ভিন্ন ভাষার ভাবনার জগৎকে আমাদের প্রাণের ভাষার সাথে নিবিড়ভাবে জুড়ে দিয়েছে।

এই সৃজনশীল উদযাপনের মাঝেই আমরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী তথা প্রথিতযশা অধ্যাপক পুষ্পক ভট্টাচার্যকে। গত বছর তাঁর অকাল প্রয়াণে আমরা এক জ্ঞানতপস্বী ও প্রকৃত মনীষীকে হারিয়েছি। তাঁর মেধা, অবদান এবং অনুপ্রেরণাকে চিরস্মরণীয় করে রাখতে এবারের সংস্করণে আমরা তাঁর স্মৃতিচারণে একটি বিশেষ বিভাগ সংযোজন করেছি। এই বিভাগটি তাঁর মহৎ জীবনের প্রতি আমাদের সশ্রদ্ধ নিবেদন।

আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে সাহিত্য কেবল শব্দে সীমাবদ্ধ না থেকে প্রাণের স্পন্দনে পরিণত হয়। প্রবীণ এবং নবীন কলমকারদের এই মিলনমেলায় প্রতিটি সৃষ্টি তার নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল। এই সংস্করণের পাতাগুলো উল্টে যেতে যেতে আপনারা অনুভব করবেন সেই সৃজনশীলতার টান, যা আমাদের সংস্কৃতি ও মননকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে।

প্রিয় পাঠক, আপনাদের পাঠ-প্রতিক্রিয়াই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আশা করি, ‘স্বর ও লিপি’-র চতুর্থ সংস্করণের এই সংকলনটি আপনাদের ভাবনার জগতে এক নতুন মাত্রা যোগ করবে এবং অলস দুপুরে কিংবা নির্জন সন্ধ্যায় এক পরম সঙ্গী হয়ে উঠবে।


                                                                                                                                                                               ধন্যবাদান্তে,

'স্বর ও লিপি'-র দলবল

© ২০২৬  - Copyright to স্বর ও লিপি 

                    Swar O Lipi : Bengali Magazine; 

                    Designed by আত্রেয়ী

  • Instagram
  • Facebook
  • Youtube
logo-removebg-preview (1).png
bottom of page